‘Struggle’ by Shilpapachariya Zainul Abedin

সুধী,
গ্যালারী চিত্রক আয়োজন করতে যাচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী সুমন ওয়াহিদ। আগামী ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধনীতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে সম্মতি জ্ঞাপন করেছেন স্বনামধন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামিট গ্রপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর, এম.পি।
১৯৩৯-১৯৭৬ পর্যন্ত প্রায় তিন দশকের অধিক সময়কালে আঁকা শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্ভিক্ষ চিত্রমালা, ‘মনপুরা ’৭০’, প্যালেস্টাইনি মুক্তি-সংগ্রামসহ সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের মানবিক সংগ্রাম উঠে এসেছে তাঁর শিল্পকর্মে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম বিষয়ে তাঁর আঁকা উল্লেখযোগ্য কিছু চিত্রকর্ম প্রথমবারের মতো এ প্রদর্শনীতে প্রদর্শিত হবে। প্রদর্শনীতে শিল্পাচার্যের ১০০টিরও অধিক শিল্পকর্ম, অঙ্কন সামগ্রী ও প্রাসঙ্গিক নথিপত্র স্থান পাবে।
প্রদর্শনী ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

Address: 21/A, Road-4, Dhanmondi, Dhaka-1205.

See less

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart