শিল্পী কাজী তামান্না’র “পঁচিশে পঁচিশ” শিরোনামে একক চিত্র প্রদর্শনী

শিল্পী কাজী তামান্না’র শিল্পীজীবনের ২৫ বছর উপলক্ষ্যে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী। এমিরেটাস অধ্যাপক, বরেণ্য শিল্পী রফিকুন নবী প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় তিনি শিল্পীর মেটাল ও উড ওয়ার্ডের ভূয়সি প্রশংসা করে বলেন, সংসার ও সাংবাদিকতার পাশাপাশি শিল্পের সাধনা কঠিন বিষয়, সেখানে কাজী তামান্না মেটালে যে শিল্পকর্মগুলো প্রদর্শনীতে রেখেছেন তার প্রতিটি অসাধারণ ও পেশাদারিত্বের সাথে করা।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গ্যালারী চিত্রকে সাতদিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে সভা প্রধান ছিলেন সাবেক রাষ্ট্রদূত, লেখক ও চিত্রকর মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন শিল্পী মনিরুজ্জামান, শিল্পী কাজী তামান্না ও সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ।

সভা প্রধানের বক্তব্যে মাহফুজুর রহমান কাজী তামান্নাকে বহুমাত্রিক শিল্পী হিসেবে উল্লেখ করে বলেন, মেটাল, উড, বাটিক, অ্যাপ্লিক, অ্যাক্রিলিক-সহ বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। সব মাধ্যমেই এতো চমৎকার উপস্থাপন শুধু একজন গুনী শিল্পীর পক্ষেই সম্ভব।

শিল্পী মনিরুজ্জামান প্রদর্শনীর সফলতা কামনা করেন। তিনি কাজী তামান্না’র শিল্পকর্মের প্রশংসা করে বলেন, শিল্পীজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের ২৫টি শিল্পকর্ম স্থান দেয়া একটি অভিনব পরিকল্পনা।

শিল্পী কাজী তামান্না তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান। প্রদর্শনী সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার ঢাকা পোস্ট। এছাড়াও প্রদর্শনী থেকে যারা শিল্পকর্ম সংগ্রহ করবেন তাদের তিনজন ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা থেকে ব্যাংকক, কক্সবাজার ও সিলেটের একটি করে রিটার্ন টিকেট দেয়া হবে।

উল্লেখ্য, কাজী তামান্না’র একক চিত্র প্রদর্শনীটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ধানমণ্ডি ৪নং সড়কের ২১/এ ভবনে গ্যালারী চিত্রকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

শিল্পী কাজী তামান্না’র “পঁচিশে পঁচিশ” শিরোনামে একক চিত্র প্রদর্শনী Read More »

The Luminous Shade of Solitude

We are delighted to inform you that Gallery Chitrak is going to organize an art exhibition titled “The Luminous Shade of Solitude,” featuring the works of artist Azwad Ahmed, curated by Nisar Hossain.
You are cordially invited to the inaugural ceremony of the exhibition, which will be held on Thursday, 18 December 2025, at 5:30 PM.
Renowned artist Professor Emeritus Rafiqun Nabi has kindly consented to attend as the Chief Guest at the inaugural ceremony.
Eminent artists Professor Mohammad Eunus and Javed Jalil will be present on this occasion as Special Guests.
Distinguished art critic Professor Moinuddin Khaled will preside over the opening ceremony of this exhibition.
Your gracious presence will greatly enhance the significance of this event.

The exhibition will remain open to artists and art enthusiasts from 18th to 24th December 2025, daily from 11:00 AM to 8:00 PM..

With best regards,
Md. Muniruzzaman

Executive Director

The Luminous Shade of Solitude Read More »

শিল্পী সৈয়দা আসমা আকবর এর “INWARD GAZE” শিরোনামে একক চিত্র প্রদর্শনী

শিল্পী সৈয়দা আসমা আকবর এর “INWARD GAZE” শিরোনামে একক চিত্র প্রদর্শনী

শিল্পী সৈয়দা আসমা আকবর এর "INWARD GAZE" শিরোনামে একক চিত্র প্রদর্শনী 

রাজধানীর ধানমন্ডিস্থ গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিভাবান শিল্পী সৈয়দা আসমা আকবরের “INWARD GAZE” শিরোনামে একক প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশিষ্ট কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে বসবাসরত খ্যাতনামা শিল্পী মনিরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক বরেন্য চিত্র শিল্পী রফিকুন নবী।

শিল্পী আসমা আকবরের মোট ৪১টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির মূল পর্বে অতিথিবৃন্দ, শিল্পানুরাগী ও অন্যান্যদের উপস্থিতিতে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২৪ প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ঃ০০ টা পর্যন্ত প্রদর্শনী শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।
আপনি সবান্ধব আমন্ত্রিত।

শিল্পী সৈয়দা আসমা আকবর এর “INWARD GAZE” শিরোনামে একক চিত্র প্রদর্শনী Read More »

রাজধানী ধানমন্ডিস্থ গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ শীর্ষক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর

রাজধানী ধানমন্ডিস্থ গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ শীর্ষক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামিট গ্রপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর, এম.পি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী।  প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী সুমন ওয়াহেদ। 

১৯৩৯-১৯৭৬ পর্যন্ত প্রায় তিন দশকের অধিক সময়কালে আঁকা শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । দুর্ভিক্ষ চিত্রমালা, ‘মনপুরা ’৭০’, প্যালেস্টাইনি মুক্তি-সংগ্রামসহ সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের মানবিক সংগ্রাম উঠে এসেছে তাঁর শিল্পকর্মে।

রাজধানী ধানমন্ডিস্থ গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ শীর্ষক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর Read More »

‘Struggle’ by Shilpapachariya Zainul Abedin

সুধী,
গ্যালারী চিত্রক আয়োজন করতে যাচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী সুমন ওয়াহিদ। আগামী ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধনীতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে সম্মতি জ্ঞাপন করেছেন স্বনামধন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামিট গ্রপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর, এম.পি।
১৯৩৯-১৯৭৬ পর্যন্ত প্রায় তিন দশকের অধিক সময়কালে আঁকা শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্ভিক্ষ চিত্রমালা, ‘মনপুরা ’৭০’, প্যালেস্টাইনি মুক্তি-সংগ্রামসহ সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের মানবিক সংগ্রাম উঠে এসেছে তাঁর শিল্পকর্মে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম বিষয়ে তাঁর আঁকা উল্লেখযোগ্য কিছু চিত্রকর্ম প্রথমবারের মতো এ প্রদর্শনীতে প্রদর্শিত হবে। প্রদর্শনীতে শিল্পাচার্যের ১০০টিরও অধিক শিল্পকর্ম, অঙ্কন সামগ্রী ও প্রাসঙ্গিক নথিপত্র স্থান পাবে।
প্রদর্শনী ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

Address: 21/A, Road-4, Dhanmondi, Dhaka-1205.

See less

‘Struggle’ by Shilpapachariya Zainul Abedin Read More »

Shopping Cart