রাজধানী ধানমন্ডিস্থ গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ শীর্ষক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামিট গ্রপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর, এম.পি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। প্রদর্শনীটি কিউরেট করেছেন শিল্পী সুমন ওয়াহেদ।
১৯৩৯-১৯৭৬ পর্যন্ত প্রায় তিন দশকের অধিক সময়কালে আঁকা শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । দুর্ভিক্ষ চিত্রমালা, ‘মনপুরা ’৭০’, প্যালেস্টাইনি মুক্তি-সংগ্রামসহ সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের মানবিক সংগ্রাম উঠে এসেছে তাঁর শিল্পকর্মে।